কুষ্টিয়ার দৌলতপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে লিটন হোসেন (৩০) নামে এক শ্রমিক সহ দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে ।
জানাযায় ঐ শ্রমিক লিটন হোসেন সেফটিক ট্যাংকে কাজ করতে নামলে প্রথমে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয় এবং সেই সময় ওই শ্রমিককে বাঁচাতে রাজন হোসেন (৩০) নামে প্রতিবেশী সেফটিক ট্যাংকে নামলে দুইজনেরই মৃত্যু হয়। এদিকে রাজনকে উদ্ধার করতে গিয়ে তার ছোট ভাই মিজান হোসেন (১৮) আহত হয়।
শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া গ্রামের মোশারফ হোসেনের বাড়িতে ঘটে এমন ঘটনা। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এরপর চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, উপজেলার বাগোয়ান এলাকার হারান বিশ্বাসের ছেলে লিটন হোসেন ও ইয়ারুল হোসেনের ছেলে রাজন হোসেন। নিহত রাজনের ভাই মিজান আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মিজান জানান, সকালে মোশারফ হোসেনের বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে লিটনের শ্বাসকষ্ট শুরু হলে তার ভাই রাজন তাকে উদ্ধার করতে নামে। পরে তার ভাইয়েরও শ্বাসকষ্ট শুরু হয়। পরে তিনি ভাইকে উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার কবির মিন্টু বলেন , সেপটিক ট্যাংকে নেমে দুই জনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান (মিনে) বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি ।