কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিণগাছি গ্রামের মালিথা পাড়ার মাদ্রাসা মোড় এলাকায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
মৃত দুই শিশু হলেন স্থানীয় খোদা বকস এর ছেলে নূর আমিন (৫) ও মিজার আলীর মেয়ে ফাতেমা (৪)
মৃত শিশু নূর আমিন ও ফাতেমা আপন চাচাতো ভাই বোন।
শনিবার (০২ নভেম্বর ২০২৪) বিকালের দিকে চাচাতো দুই ভাই বোন মিলে এক সাথে খেলা করতেছিল, এর কিছুক্ষণ পরেই তাদেরকে বাড়ির আশেপাশে আর দেখতে না পেরে পরিবারের লোকজন এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করে পরে সন্ধ্যা ৫.৩০ মিনিটের দিকে বাড়ির পাশের একটি পুকুরে হঠাৎ করে তাদের মরদেহ ভেসে ওঠে।
স্থানীয় রবজেল হোসেন জানান, দুইজন একসাথে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন তাদের না পেয়ে খুঁজতে গিয়ে দেখে তারা পুকুরের পানিতে ভাসমান রয়েছে। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান রানা বিশ্বাস জানান শনিবার (২ নভেম্বর) সন্ধ্যার একটু আগে হরিণ গাছি গ্রামের দুই ভাই খোদা বকস ও মিজার আলীর ছেলে ও মেয়ে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
এদিকে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর।