রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেধাবী শিক্ষার্থী বুলবুল রহমান এর ওপর আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদে ও হামলা কারীদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে দৌলতপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল চারটার দিকে দৌলতপুর থানা বাজার এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৌলতপুর উপজেলা শাখা ও দৌলতপুর কলেজ শাখার নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় গেটের সামনে দাঁড়িয়ে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম, সুমন গাজী, যুগ্ম আহবায় আমির হামজা, মিঠু শেখ, যুগ্ম আহবায়ক সরোয়ার জাহান বেঞ্জু, যুগ্ম আহ্বায়ক আনন্দ হক।
এ সময় নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেধাবী শিক্ষার্থী বুলবুল রহমান এর ওপর আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত নির্মম হামলা ৫ আগস্ট পরবর্তী সময়ে আমাদের নতুন করে আবারো ভাবিয়ে তুলেছে।
হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের উদ্দেশ্য করে নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে দুর্বল কোন সংগঠন ভেবে থাকলে আমরা মনে করি আপনারা এখনো বোকার স্বর্গে বসবাস করছেন, মনে রাখবেন আর যদি কোন ছাত্রদল নেতার দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহসিকতা দেখান তাহলে তার জবাব রাজপথে আপনাদেরকে দেওয়া হবে।
নেতা কর্মীরা বাংলাদেশের প্রচলিত আইনের উপর শ্রদ্ধা রেখে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা আগামী ২৪ ঘণ্টার মধ্য হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের যদি আইনের আওতায় আনতে ব্যর্থ হন তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। তাই আমরা অনুরোধ করব ২৪ ঘন্টার ভিতরে হামলাকারীদের আইনের আওতায় এনে বিজ্ঞ আদালতের মাধ্যমে কঠিন শাস্তি প্রদান করতে সার্বিকভাবে সহায়তা করবেন ।
এছাড়াও বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচিতে, উপস্থিত ছিলেন খালিদ হাসান আরজু, সহ দৌলতপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মী ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দরা।