কুষ্টিয়ায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থীকে আচরণ বিধি লংঘন করার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সদকী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থীর নির্বাচনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
জানা যায়, সদকী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোরগ মার্কা প্রতীকের মো. নজরুল ইসলাম নির্বাচনী প্রচারণার জন্য রঙিন পোস্টার দেয়ালে সাঁটেন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় কুমারখালী থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।