আজ ১৮ আগস্ট ২০২১ খ্রি. তারিখ জেলা প্রশাসন, কুষ্টিয়া এর আয়োজনে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত জেলার কর্মহীন, অসচ্ছল এবং দুঃস্থ বিভিন্ন হোটেল ও দোকানের ৩০০ জন কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (কুষ্টিয়া সদর) সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।