রাহাত সরকার (২৪) নামে একজন ভুয়া পুলিশকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানার পুলিশ। আজ মোল্লাতেঘরিয়া সন্ধ্যায় দিকে তাকে আটক করে। আটককৃত হচ্ছে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার বেবামজী গ্রামের আব্দুল বারীর ছেলে রাহাত সরকার।
স্থানীয় সূত্রে জানা যায় মোল্লাতেঘরিয়া ঢাকা রোডে দুর দুরান্ত থেকে আসা ট্রাকের কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে অবৈধভাবে চাঁদা তুলছিল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাৎক্ষনিকভাবে রাহাত কে আটক করে রাখে। পরে পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করেন। তার কাছ থেকে নিষ্কৃকিয় একটি মটোরোলা ওয়াকিটকি সেট উদ্ধার হয়।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ছাব্বিরুল আলম তাজা সংবাদকে জানান নিষ্কৃকিয় একটি মটোরোলা ওয়াকিটকি সেট রাহাতের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে মটোরোলা ওয়াকিটকি কুড়িয়ে পেয়েছেন বলে তিনি জানান। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন বলে তিনি আরও জানান