কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ১৭ ফেব্রুয়ারি বিকেলে কেপিসির কাঙাল হরিনাথ মিলনায়তনে শীতবস্ত্র বিতরন কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র সহ সভাপতি ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি সাংবাদিক নেতা আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব, সহ সভাপতি মীর আল আরেফিন বাবু, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুর রহমানের প্রতি ধন্যবাদ জানান। প্রেসক্লাব কেপিসির নেতৃবৃন্দ, বিভিন্ন পত্রিকায় কর্মরত কম্পিউটার অপারেটর, মেশিনম্যান, হকারসহ দুঃস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন।