দিন এনে দিন খান। পত্রিকা বের না হলে চলে না সংসার। বাকপ্রতিবন্ধী কিছুই করতে পারেন না। জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী। তবুও থেমে নেই জীবন। হ্যান্ড মাইক বাজিয়ে পত্রিকা বিক্রয় করে বাক প্রতিবন্ধী সালামের সংসার চলে।
বাবা মা ও রয়েছেন তার সংসারে। সালাম মনে করেন, প্রতিবন্ধিতা কোনো অভিশাপ নয়। কর্ম করে বাঁচতে চাই।
বাকপ্রতিবন্ধী হওয়ায় সালাম হ্যান্ড মাইক বাজিয়ে পত্রিকা বিক্রয় করেন। কুষ্টিয়া জেলার হাউজিং এর হতদরিদ্র বাবার ঘরে জন্ম গ্রহণ করেন তিনি।
বাবা হতদরিদ্র হাওয়াই খরচ জোগাতে না পেরে বাকপ্রতিবন্ধী সালাম কর্মজীবন শুরু হয়। বিভিন্ন রাস্তায় ও আদালতে পত্রিকার হকারি শুরু করেন।
সালাম বলেন,পড়াশুনা করতে পারিনি আমি বাকপ্রতিবন্ধী তাতে কি হইছে, পত্রিকার হকারি করি তাই দিয়ে কর্ম করে খাই।’
বাকপ্রতিবন্ধী পত্রিকার হকার দেখে পাঠকরা পত্রিকা নিতে চায় কিনা? এমন প্রশ্নে সালাম বলেন,অনেকে আছে বাকপ্রতিবন্ধী দেখে নিতে চায় না। আবার অনেকে বাকপ্রতিবন্ধীদ দেখে পত্রিকা নেন।’
তিনি বলেন,‘আমি বাকপ্রতিবন্ধী হওয়ায় পত্রিকার হকারি করা দেখে সাংবাদিকরা ভালো বলে।
সরকারের উদ্দেশে সালাম বলেন, ‘দেশে আমাদের মতো অনেক বাকপ্রতিবন্ধী আছে। যারা কর্ম করতে চায়। কিন্তু তাদের আর্থিক সামর্থ্য নাই। সরকার যদি সব বাকপ্রতিবন্ধীদের কর্ম সংস্থানের ব্যবস্থা করে দেয়। তাইলে কোনো এক সময় আর কোনো বাকপ্রতিবন্ধী ভিক্ষা করব না