মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসানকে মোবাইলে প্রাণনাশের হুমকির প্রতিবাদে আজ বিকাল ৪ টায় প্রেসক্লাবের কাঙাল হরিনাথ মিলনায়তনে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যৌথসভা অনুষ্ঠিত। সভায় মোবাইল ট্র্যাক করে প্রকৃত আসামী শনাক্ত এবং গ্রেফতারের দাবী জানায় অন্যথায় সাংবাদিক সমাজ কঠিন এবং কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারন সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম রেজা বাচ্চু, নির্বাহী সদস্য হাফিজুর রহমান জীবন, সোহাগ আহমেদ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ ইমরান হাসান পাপ্পু, প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী, ক্রীড়া, সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর খান সহ প্রেসক্লাব ও ইউনিয়নের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।