রমজান উপলক্ষ্যে ২২.০৪.২২ তারিখে কুষ্টিয়ার কোর্ট স্টেশনে অবস্থানরত অসহায় ও সুবিধা বঞ্চিত বৃদ্ধ শিশু ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করে “অনুকাব্য সংস্কৃতি সংসদ”
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “স্বপ্ন প্রয়াস যুব সংস্থার” সভাপতি সাদিক হাসান রহিদ।
“অনুকাব্য সংস্কৃতি সংসদ” এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আসিফ মর্তবা সহ আরো উপস্থিত ছিলেন নাহিদ, সাকিব, ফরহাদ, রাশিদুল।
অন্যান্য সকল সদস্যের সার্বিক সহযোগিতায় আল্লাহর রহমতে এই মহৎ উদ্যোগ সফলতার সাথে সম্পন্ন হয়।
“মানবিক বিশ্ব চাই, মানবতার বিজয় চাই” এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করে শান্তিকামী অরাজনৈতিক সামাজিক সংগঠন “অনুকাব্য সংস্কৃতি সংসদ”