রমজান উপলক্ষ্যে কুষ্টিয়া রসার্কিট হাউজ সংলগ্ন উদয় মা ও শিশু কেন্দ্র নামক বৃদ্ধাশ্রমে সাহরি উপহার পৌঁছিয়ে দেয় “অনুকাব্য সংস্কৃতি সংসদের” প্রতিনিধি দল৷
এসময় “অনুকাব্য সংস্কৃতি সংসদ” এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আসিফ মর্তবা সহ সংগঠনটির অন্যান্য সদস্য ফরহাদ, সাকিব, পারভেজ, রিয়াজ, রাশিদুল, রাব্বি বৃদ্ধাশ্রমটির সব কিছু পর্যবেক্ষণ করেন
এবং আশ্রিত মায়েদের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধার বিষয়ে অবগত হন এবং সবাইকে তাদের পাশে দাড়ানোর আহ্বান জানান।
অন্যান্য সকল সদস্যের সার্বিক সহযোগিতায় আল্লাহর রহমতে এই মহৎ উদ্যোগ সফলতার সাথে সম্পন্ন হয়।
“মানবিক বিশ্ব চাই, মানবতার বিজয় চাই” এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করে শান্তিকামী অরাজনৈতিক সামাজিক সংগঠন “অনুকাব্য সংস্কৃতি সংসদ”