প্রয়াত জামিল হাসান খাঁন খোকন’র স্বরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া। আজ রবিবার বাদ আছরে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসিতে এই আয়োজন করা হয়। কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব ‘র সভপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া- মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি সাইফ উদ্দিন আল আজাদ।সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসান’র সঞ্চালনায় দোয়া মাহফিলের অনুষ্ঠানে অংশ নেন বিএফইউজের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ ,কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সহ সভাপতি মীর আল আরেফিন বাবু, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, প্রয়াত সাংবাদিক জামিল হাসান খাঁন খোকন ‘র সহধর্মিণী দৈনিক স্বর্ণযুগ পত্রিকার সম্পাদক কামরুন্নাহার খান কলি, মরহুমের দুই ছেলে ও মেয়ে,কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মৃধা পলাশ,স্বর্ণযুগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জীবন মোঃ ডাবলু, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃচাদঁ আলী, কোষাধ্যক্ষ মোঃ পাপ্পু, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির নির্বাহী সদস্য হাফিজুর রহমান জীবন, সোহাগ আহম্মেদ, সিনিয়র ফটো সাংবাদিক এস এম মাহমুদুল হক বাদল, সাংবাদিক জাকির হোসেন, নাগরিক টেলিভিশন ‘র ক্যামেরা পার্সন মোঃ সজিব, সাংবাদিক ইউনিয়ন ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ‘র সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আফরোজা আক্তার ডিউ বলেন , মরহুম জামিল হাসান খাঁন খোকন ছিলেন যেকোন সাংবাদিকেন জন্য ‘আইকন’। ছিলেন আপাদমস্তক সাংবাদিক, আচার-ব্যবহার আর কথাবার্তায় ছিলেন অমায়িক। ছিলেন অনুস্মরণীয়, অনুকরণীয় মানুষ। লোভ-লালসার উর্ধ্বে। তিনি সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারন সম্পাদক, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সিনিয়র সহ -সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া ও ফর্টো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু কোনদিন কোন লোভ লালসার কাছে মাথা নত করেননি। সাংবাদিক হিসেবে তার পরিচিতি ছিলো সর্বমহলে। তাকে নিয়ে সাংবাদিকরা গর্ব করতে পারেন।আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব মরহুমের সম্পর্কে বলেন,তিনি ছিলেন সাংবাদিক-কলামিস্ট। তিনি ছিলেন সৎ ও সাহসী সাংবাদিক। সত্য প্রকাশে ছিলেন নির্ভিক। ব্যক্তি জীবনে ছিলেন আড্ডাপ্রিয় মানুষ। লেখালেখিতে আওয়ামী লীগ-বিএনপি, জাতীয় পার্টির সমালোচনা করেছেন অকপটে।তিনি আরো বলেন জন্মের পর মৃত্যু অবধারিত থাকলেও জামিল হাসান খাঁন খোকন, পিনু ও জিল্লু অসময়েই চলে গেলেন। তাঁদের মৃত্যুতে পেশাগত সাংবাদিকতায় অপূরণীয় ক্ষতি হয়েছে। পরিশেষে হাফেজ মাওলানা মুফতি সাইফ উদ্দিন আল আজাদ মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।