সবাই যখন ঈদের আনন্দ ভাগাভাগি করে খুশিতে মাতোয়ারা ঠিক সে সময় কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুঃখের সাগরে নিহত মতিয়ার, কাশেম, লাল্টু ও রহিম মালিথার পরিবার।
স্বজন হারানোর আহাজারি আর বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়ছে আস্তানগর গ্রাম । অভিভাবক শূন্য হয়ে পড়ল পরিবারগুলো এই শুন্য কখনোই পূরণ হবার নয়। নেতাদের ভুল নেতৃত্ব দেওয়ার কারনে ব্যক্তি স্বার্থসিদ্ধি হাসিল করার জন্য এই মর্মান্তিক ঘটনার শিকার হলো এই চার পরিবার।
পবিত্র ঈদের দিনে এ দৃশ্য যেন সবাই কে অনেক কিছু শিক্ষা দেয়।
নিজেদের আখের গোছাতে নেতৃত্বদানকারী নেতাদের কারনে লাশের মিছিলে যোগ হচ্ছে সাধারণ মানুষ। ধিক্কার জানাই এমন নেতাদের । এমনটাই বলছে আস্থানগর গ্রামে বসবাসকারী সাধারণ লোকজন।