কুষ্টিয়ার খোকসায় পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে আপন ২ ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।
বুধবার দুপুর ২ টার দিকে জেলার খোকসা উপজেলায় পাইকপাড়া মির্জাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাংশা উপজেলার ফলিপুর এলাকার রেজাউল মন্ডলের ছেলে ফিরোজ মন্ডল (২৫) ও তার ছোট ভাই সামিউল মন্ডল (১০) ।
গুরুতর আহত অবস্থায় আরো ৪ জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী দিয়ে পাঁচ জন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি যাচ্ছিল। পথে পাইকপাড়া মির্জাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিকথেকে একটি পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই আপন ২ ভাই নিহত হয়। আহত আরো ৪ যাত্রীকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।