পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঝিনাইদহের হুদাপুটিয়া যৌথপাড়া জামে মসজিদের ইমাম মওলানা মিরাজ হোসাইন এর উদ্যোগে, ঈদের আনন্দ আরো বাড়িয়ে তুলতে ব্যতিক্রমধর্মী বিনোদন ও ক্রিড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়৷
যেখানে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, মহিলা হিন্দু-মুসলিম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায়, হাড়ি ভাঙগা, চেয়ার সেটিংস, বালিশ বদল, মোরগ লড়াই, বিস্কুট দৌড়, তৈলাক্ত কলা গাছে উড্ডয়ন এর মতো বিভিন্ন ক্রিড়া সেখানে সম্পন্ন হয়।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে ইমাম মওলানা মিরাজ হোসাইনের সভাপতিত্বে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়৷
এমন উদ্যোগে ভূয়সী প্রশংসা করছেন এলাকার সচেতন মহল ।