কুষ্টিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ টি গাঁজার গাছ উদ্ধার সহ একজনকে আটক করা হয়েছে।
গতকাল রবিবারে দৌলতপুর উপজেলার নতুন আমদহ গ্রামের মজিবুল হক স্বপন (৪৫) এর গোয়াল ঘরের পাশে অভিযান পরিচালনা করে রোপন কৃত ২০ টি গাঁজার গাছ সহ স্বপনকে আটক করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকোশ টিম।
অভিযানে উদ্ধার হওয়া প্রতিটি গাজার গাছের উচ্চতা প্রায় ১০ ফিট।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানাযায় রবিবার বিকেল চার টার সময় গোপন সংবাদের ভিক্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের একটি টিম অভিযান পরিচালনা করে ২০ টি রোপন কৃত গাজার গাছ জব্দ করে। যার বাজার মূল্য আনুমানিক ৪ লক্ষ টাকা।
এ ব্যাপারে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
মামলা নম্বর ২৫ তারিখ ৮/৫/২০২২ ইং।