কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসিতে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে বাদ আসর সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাবেক সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ,
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সহ সভাপতি কামরুন্নাহার খান , সাধারণ সম্পাদক মাহমুদ হাসান,
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সহ সভাপতি মীর আল আরিফিন বাবু, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী, দপ্তর সম্পাদক ফিরোজ কায়সার, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাহিদুল হক ডন, এছাড়াও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সদস্যরাও উপস্থিত ছিলেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।এ সময় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইফ উদ্দিন আল আজাদ। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।